মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জে দুই পরিবারের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে দুই পরিবারের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের তাহিরপুরে ঘরের বেড়া ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আব্দুল হাই (৫৩) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ঘাগটিয়া আদর্শ গ্রামের আব্দুল হাই ও আব্দুল হেকিম প্রতিবেশী। কয়েকদিন আগে দুই জনের বাড়ির মধ্যে সরু সড়ক দিয়ে আব্দুল হাই ইজিবাইক নিয়ে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হেকিমের বসতঘরের টিনের বেড়া ভেঙে যায়। পরে আব্দুল হাই ভাঙা বেড়া মেরামত করে দেওয়ার কথা বলেন। কিন্তু কথামতো বেড়া মেরামত করে না দেওয়ায় সোমবার দুই পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ান। লাঠির আঘাতে গুরুতর আহত হন আব্দুল হাই। গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত বলে জানান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions