ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’র গণমাধ্যম ব্যবসার বিকাশে বড় অঙ্কের আর্থিক সহায়তা করার আগ্রহের কথা জানিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাংকিং সংস্থা জেপি মরগান চেজ অ্যান্ড কোং। পুরো প্রক্রিয়াটির সঙ্গে সংশ্লিষ্ট তিনজনের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র বলেছে, মার্কিন ব্যাংকিং সংস্থাটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পর সিরি ‘আ’তে খেলা ২০টি ক্লাবকে এই আগ্রহের কথা জানানো হয়েছে। আশা করা হচ্ছে, জেপি মরগান ৭০০ মিলিয়ন ইউরো (৭০ কোটি) থেকে ১ বিলিয়ন ইউরো (১০০ কোটি) পর্যন্ত অর্থায়ন করতে সক্ষম হবে। তবে জেপি মরগান ও সিরি ‘আ’ উভয়ই এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
বর্তমানে সিরি ‘আ’ কর্তৃপক্ষ মিডিয়া স্বত্ব থেকে যত বেশি সম্ভব অর্থ আয়ের বিকল্প পথগুলোর সন্ধান করছে। যা কিনা ক্লাবগুলোর আয়ের প্রায় অর্ধেক নিয়ে আসে। একসময় ইউরোপীয় ক্লাব ফুটবলে রাজত্ব করলেও বর্তমানে সিরি ‘আ’ আয় ও বৈশ্বিক আগ্রহের দিক বিবেচনায় ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বেশ পেছনেই অবস্থান করছে। ইতালিয়ান লিগটি এখন দুঃসময় পেছনে ফেলে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে মরিয়া হয়েই মাঠে নেমেছে।
Leave a Reply