এম.এ.আর.নয়ন: সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেন্সিডিলসহ এমদাদুল হক নামের এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের চান্দাইকোনা বাইপাস মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত এমদাদুল হক ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার টেংরিয়া পশ্চিম ঝাড়বাড়ি এলাকার সাইদুল ইসলামের ছেলে। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply