সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় শরিফ হোসেন নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ সময় ঘাতক বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা। পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়াও চলে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৭ই মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কে শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালক শরিফ হোসেনের (৩০) বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লায়। এ ঘটনার পর থেকেই ঘাতক বাসচালক পলাতক রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের মালশাপাড়া কাটাওয়াপদায় এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হয়। এ সময় বিক্ষুদ্ধ স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে ব্যাপক ভাঙচুর চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় পুলিশের সাথে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply