নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে ড্রাম ট্রাকের চাপায় আব্দুল আহাদ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর সদরের উত্তর ওয়াবদা বাধ এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। জানা যায়, আব্দুল আহাদ ভাদাশ পশ্চিম পাড়া মহল্লার মো. হাফিজুলের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ৯টার দিকে ভাদাস এলাকায় পশ্চিম মাঠে তিন ফসলী একটি জমিতে পুকুর খনন চলছিল। আর সেই পুকুরের মাটি তাড়াশ পৌর সদরের ওয়াবদা বাধ দিয়ে বেপরোয়া গতিতে নিয়ে যাওয়ার সময় ট্রাকটি আব্দুল আহাদকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা ড্রাম ট্রাক ও চালককে আটক করেছেন।
Leave a Reply