যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরুর ঠিক আগে সাবমেরিন থেকে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
রোববার (১২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানায়, উৎক্ষেপণ সিস্টেমটির নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে এবং উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধের অংশ হিসাবে সাবমেরিন ইউনিটগুলোর পানির নীচে আক্রমণাত্মক অপারেশন পরীক্ষা করেছে।
রোববার ভোরে কোরিয়ার পূর্ব উপকূলের জলে ‘৮.২৪ ইয়ংগুং’ সাবমেরিন থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রগুলো প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়।
‘কৌশলগত’ শব্দটি সাধারণত পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অস্ত্র বর্ণনা করতে ব্যবহৃত হয়।
কেসিএনএ বলছে, মার্কিন সাম্রাজ্যবাদী এবং দক্ষিণ কোরিয়ার পুতুল বাহিনী তাদের উত্তর কোরিয়া-বিরোধী সামরিক চালচলনে আরও খোলামেলা হয়ে উঠছে। সাবমেরিন উৎক্ষেপণটি এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর কোরিয়ার দৃঢ়সংকল্প দেখানোর লক্ষ্য।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, সামরিক বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং দেশটির গোয়েন্দা সংস্থা তার মার্কিন প্রতিপক্ষের সাথে উৎক্ষেপণের সুনির্দিষ্ট বিশ্লেষণের জন্য কাজ করছে।
সোমবার (১৩ মার্চ) দক্ষিণ কোরীয় এবং আমেরিকান সৈন্যদের ১১ দিনের যৌথ মহড়া শুরু হবে, যার নাম ‘ফ্রিডম শিল্ড ২৩’। এটি হবে ২০১৭ সালের পর সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া।
দুই দেশের সামরিক বাহিনী বলছে, এই মহড়া মিত্রদের সম্মিলিত প্রতিরক্ষাকে শক্তিশালী করবে।
উত্তর কোরিয়া বিগত বছরে রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মহড়া পরিচালনা করেছে। এটিকে পারমাণবিক প্রতিরোধ বাড়ানোর এবং আরও অস্ত্র সম্পূর্ণরূপে কার্যকর করার একটি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করে তারা।
উত্তরের সাথে সম্পর্ক পরিচালনাকারী দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কু বিয়ং-স্যাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে উত্তর কোরিয়া আমাদের নিয়মিত, প্রতিরক্ষামূলক মহড়াকে উস্কানির অজুহাত হিসাবে ব্যবহার করছে।
আমি আশা করি উত্তর কোরিয়া বুঝতে পেরেছে যে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ানো থেকে তাদের অর্জন করার কিছুই নেই।’
Leave a Reply