প্রক্টরের অপসারণসহ সাত দফা দাবি জানিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী-ঢাকা রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক ছেড়ে রেললাইনে অবস্থান নেয় তারা। এখন পর্যন্ত দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রক্টরের অপসারণসহ তাদের অন্য দাবি সমূহ হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণ এবং আইডি কার্ড ব্যতীত ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া যাবে না। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। দ্রুত শতভাগ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করণ করতে হবে। আহতদের সব প্রকার চিকিৎসার ব্যয় ভার নিয়ে হবে। সাধারণ শিক্ষার্থীদের ওপরে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপকারীদের চিহ্নিত করে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিনোদপুর এলাকায় শতভাগ নিরাপত্তার নিশ্চিতকরণ করতে হবে।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিকেলে মামলা দায়ের করে প্রশাসন। নগরীর মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply