সাতক্ষীরার কলারোয়া সীমান্তে আট পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ মার্চ) দুপুরে সীমান্তের দক্ষিণ সোনাবাড়িয়া এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বুধবার রাতে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি মাদরা বিওপির দায়িত্বরত সদস্যরা এই স্বর্ণের বারগুলো জব্দ করে। তবে অভিযানের খবর পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ৮ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৬৪ হাজার টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply