মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সাঘাটা-ফুলছড়ি আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, আমি আমার নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন ঘটাবো এবং শিল্প কল-কারখানা স্থাপন করে বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান সৃষ্টি করবো ইনশাআল্লাহ। এছাড়াও সাঘাটা-ফুলছড়ি শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারি করণের আপ্রাণ চেষ্ঠা করবো। তিনি আরো বলেন, আমি নদী ভাঙ্গন দূর্ভিক্ষ এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই।
সোমবার (১৩ই মার্চ) গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড, এসএম সামশীল আরেফীন টিটু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আফজাল হোসেন, উদয়ন মহিলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাজু, প্রফেসর শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, কাজী আরিফ,মাহমুদুল হাসান, শিক্ষার্থী নুরী আক্তার, তাবাচ্ছুম আক্তার প্রমুখ।
Leave a Reply