শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
গাইবান্ধা চেয়ারম্যান বরখাস্ত বাগাতিপাড়ায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ উদযাপন “ যৌথ বাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সদস্যকে গ্রেফতার দ্বীনি দাওয়াতের মাধ্যমে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজন–অধ্যাপক মাজেদুর রহমান লালপুর থানা থেকে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার আওয়ামীলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত আটক- ৩ বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারকে মারধর, আটক ২ বিএনপি ক্ষমতায় গেলে কৃষি সরঞ্জামের দাম কমানো হবে: হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ
সাঘাটায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাঘাটায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাঘাটায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায়
মানবতার সেবায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ”- এশ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

সোমবার (০৬ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ২০০শতাধিক অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক -আল মামুন।

উক্ত শীতবস্ত্র বিতরণকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও আমার নিজ এলাকায় অসহায় দুস্থ ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।
সাঘাটা উপজেলার হেডকোয়ার্টার বোনারপাড়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা এই মানবিক কার্যক্রম শুরু করলাম। “আর্ত মানবতার সেবায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ” শ্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণের এই ধারা অব্যাহত থাকবে।

এসময় তিনি আরো বলেন,অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষদের শীতের কষ্ট লাঘব করার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে দেশব্যাপী এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। সারাদেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মন্ঞ্চের সকল ইউনিটকে উক্ত মানবিক কার্যক্রম পরিচালনা করার জন্য ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের বিত্তশালী মানুষদের উচিত সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো যাতে কেউ শীতে কষ্ট না পায়। আমরা চেষ্টা করছি অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো। সকলের উচিত এরকম মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া।”

এসময় আরোও সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আজহার আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions