মোস্তাকিম রহমান গাইবান্ধা, জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ির ইউনিয়নের ছিলমানের পাড়া গুচ্ছ গ্রামের জনৈক ব্যক্তির ভুট্টার ক্ষেত থেকে রুবেল মিয়া (২২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের ছিলমানেরপাড়া গুচ্ছ গ্রামের এক জনৈক ব্যক্তির ভুট্টার ক্ষেতে অটোরিকশা চালক রুবেল মিয়া (২২) নামের এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে খবর পেয়ে বিকেলে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নিহত অটোরিকশা চালক রুবেল মিয়া (২২) নামের যুবক সে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের আজগর আলীর ছেলে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা চালক রুবেল মিয়া (২২) নামের যুবককে শ্বারুদ্ধ করে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply