মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার
সাঘাটায় উপজেলা চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে ৬৪ বছর বয়সী বৃদ্ধ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৯ই মার্চ) গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ধনারুহা গ্রামের ৬৪ বছর বয়সী বৃদ্ধ প্রতিবন্ধী আজাহার আলীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ব্যাক্তিগত তহবিল থেকে একটি হুইলচেয়ার প্রদান করেন।
বৃদ্ধ প্রতিবন্ধী আজাহার আলী বলেন, আমার ইউনিয়নের অনেক চেয়ারম্যান মেম্বার থাকলেও আমার চলাচলের ক্ষেত্রে কেউ কোনো অবদান রাখেনি। সম্প্রতি আমি উপজেলা পরিষদ চেয়ারম্যানের নজরে পড়লে তিনি তাৎক্ষণিক আমার পরিচয়পত্র নিয়েছিল। পরে আমাকে ডেকে নিয়ে এসে অত্র উপজেলা পরিষদ চত্বরে তিনি আমাকে এই হুইলচেয়ার প্রদান করেন। আমি যতদিন বেচেঁ থাকবো তার জন্য প্রাণভরে দোয়া করবো বলে জানান ৬৪ বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধ প্রতিবন্ধী।
উক্ত হুইলচেয়ার বিতরণকালে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply