মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নিমার্ণ শীর্ষক প্রকল্প বীর নিবাস প্রকল্পের চাবি প্রদান অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নিমার্ণ শীর্ষক প্রকল্প বীর নিবাস প্রকল্পের চাবি প্রদান অনুষ্ঠানের ভার্চুয়ালির মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ ভার্চুয়ালি উদ্বোধনে অংশগ্রহন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মিঠুন কুন্ডু, সমবায় অফিসার আব্দুল কাফি, পল্লি উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার পবন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, আওয়ামী লীগ সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, দেলোয়ার হোসেন, এনামুল হক বাবলু, ত্রাণ দপ্তরের কার্যসহকারী শফিউল আলমসহ আরো অনেকে।
Leave a Reply