মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, মৎস অফিসার এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা জিল্লুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবু বকর সিদ্দিক, পল্লি উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, সমবায় অফিসার আব্দুল কাফি, সহকারী প্রোগ্রামার কামরুজ্জামান, তথ্য আপা ফাতেমা বেগম, আনসার ভিডিপি প্রশিক্ষক অমলেন্দুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
Leave a Reply