মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সুফল প্রকল্প-২ এর সহযোগীতায় মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ই মার্চ) গাইবান্ধার সাঘাটা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক সুফিয়ান।
এছাড়া আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলম, পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ জাফর শেখ, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার, সুফল-২ প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার সাহা, মোছাঃ মারুফা রহমান, মনোরঞ্জন সরকার, রওশন আলম, রেজওয়ানুল ইসলাম, আনোয়ারুল ইসলাম সবুজ, এফাজ আহমেদ , প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মিলন মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ।
Leave a Reply