মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেগো ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সেইভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে সোমবার ( ২৭ ফেব্রুয়ারী) সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
চ্যাম্পিয়নিং প্লে প্রজেক্টের শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ মেলায় মোট ২০৬ জন শিশু অংশগ্রহন করে। শিশুরা মেলায় ইচ্ছেমতো খেলা, পাজেল তৈরি, আকাঁ, গল্পশোনা, স্বাস্থ্য বিষয়ক ও পুষ্টি ইত্যাদি কর্নারে অংশগ্রহন করে ভীষন আনন্দ লাভ করে ও তাদের সাথে তাদের মা ও যত্নকারীরা মেলায় অংশগ্রহন করে শিশু যত্নের বিষয়ে অনেক নতুন ধারণা লাভ করেছে বলে অভিমত জানায়।
উক্ত মেলা পরিদর্শন করেন সাঘাটা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল হান্নান, অত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
Leave a Reply