মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়ায় অটোরিকশার ধাক্কায় নাঈম মিয়া নামের ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে নিহত।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের নশিরার পাড়ার কাঠালতলির ব্রিজের পূর্ব পাশে সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, কামালেরপাড়া (ইউপি) সদস্য আব্দুর গফুর মিয়া। নিহত নাঈম মিয়া নামের শিশুটি সে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়াগ্রামের নশিরারপাড়া গ্রামের আশরাফ আলীর পুত্র।
স্থানীয়দের বরাদ দিয়ে কামালেরপাড়া ইউপি সদস্য আব্দুর গফুর মিয়া জানান, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া গ্রামের আশরাফ আলীর শিশু পুত্র নাঈম মিয়া নামের শিশুটি খেলাধুলা করছিল । এসময় মহিমাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা জুমারবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো।
একপর্যায়ে কাঠালতলির ব্রিজের পূর্ব পার্শ্বে সংলগ্ন এলাকা নামক স্থানে পৌঁছালে নাঈম মিয়া নামের শিশুটিকে অটোরিকশাটি স্বজড়ো ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে নাঈম মিয়া নামের শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেনি তিনি।
Leave a Reply