স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার (২০ ফেব্রুয়ারি) স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, সাঁড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, পাকশী রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদীর।
এছাড়া উপস্থিত ছিলেন মো. সালউদ্দিন, মো. জিয়া, মো. জাহিদুল ইসলাম, মো. আজম হোসেন, মোস্তফ হোসেন বকুল, মো. আবুল হোসেন, সাজেদুল ইসলাম সাধু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান মুক্তা।
Leave a Reply