কেক কেটে আনন্দ-উল্লাস, দোয়া ও মিলাদ মাহফিল আর শ্রদ্ধাবনতচিত্তে পালিত হল বাংলার অবিসংবাদিত নেতা, এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন। দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দীপ্ত শপথে বাঙালি জাতি শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুকে। আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল,জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। সভাপতিত্ব করেন,পাবনা জেলা আওয়ামী লীগ উপদেষ্টা,পাবনা জজ কোর্টের সাবেক পি,পি, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা। আরো উপস্থিত মোঃ আব্দুর রহমান, প্রধান শিক্ষক সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্য।
এ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব।
Leave a Reply