ফাইল ছবি
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে লেবুখালী-বগা মহাসড়কের লালখাঁ’র ব্রীজ এলাকায় মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবু জাফর শাহীন (৪০) নামের এক অবঃপ্রাপ্ত সেনা সার্জেন্টে’র মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত-রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নিহত শাহিন উপজেলার সন্তোষদি গ্রামের মজিবর নেগাবানের ছেলে। সে প্রতিদিনের ন্যায় শেখ হাসিনা সেনানিবাসের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাওয়ার পথে ওই এলাকায় দূর্ঘটনায় পতিত হয়।
পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সিএমএইচ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান সিকদার জানান, নিহতের লাশ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এই বাংলাদেশকে বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ব্যতিরেকে লাশ দাফন করতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply