সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরদী স্কুলপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত।। ঈশ্বরদীতে কিডনি চিকিৎসায় হাসপাতাল করা সম্ভব– প্রফেসর ডাঃ কামরুল ইসলাম ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবাসহ একজন আটক লালপুরে বিএসএড কলেজের উদ্বোধন ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য
সংখ্যালঘু বড়ুয়াপাড়ার ২শ বছরের রাস্তা ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সংখ্যালঘু বড়ুয়াপাড়ার ২শ বছরের রাস্তা ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রায় ২শ সন্ত্রাসী দিয়ে সংখ্যালঘু বৌদ্ধদের চলাচলের ২শ বছরের পুরানো রাস্তাসহ পাশের খালি জায়গাটি দখল করে নেয় ভূমিদস্যুরা।

নোয়াখালীর সেনবাগের কানকির হাট বড়ুয়া পাড়ার সংখ্যালঘু বৌদ্ধদের প্রায় ২শ বছরের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দোকান ঘর নির্মান করেছে প্রবাসী লোকমান হোসেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি বন্ধ করার পায়তারা করলে স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করেই লোকমান হোসেনের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসীরা রাতের অন্ধকারে সংখ্যালঘু বড়ুয়াদের পিটিয়ে আহত করে এবং মহিলাদের জিম্মি করেই রাস্তা বন্ধ করে দেয়। ৯৯৯ এ কল দিয়েও সুরাহা হয়নি বিষয়টি। পুলিশের দাবী রাস্তা বন্ধ থাকবে। রাস্তা খুলতে হলে উর্ধবতন কর্তৃপক্ষের আদেশ প্রয়োজন।

পরে স্থানীয় বৌদ্ধরা মানবন্ধন, ইউএনও, ডিসি বরাবর অভিযোগ দেয়া হলেও কেউ এই অদ্যবদি রাস্তা খুলে দেয়ার জন্য কোন ব্যবস্থা নেন নি। উক্ত বড়ুয়া গ্রামের ৩৫টি পরিবারের স্কুলের ছাত্রছাত্রী ও গ্রামের মহিলাদের জন্য চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষের বাগান ও উঠোন দিয়ে প্রায় ২ কিমি রাস্তা ঘুরে তাদেরকে যেতে হচ্ছে।

উক্ত লোকমান হোসেন গং রাস্তার পরিবর্তে রাস্তার চেয়ে ৪গুণ বেশি জায়গা দখল করে টিনশেড ঘর নির্মান করেছে। এবং পার্শ্ববর্তী খালি জায়গাটুকুও দখল করে নেয় এবং যদি কেউ উক্ত জায়গায় কেউ নামে তাহলে লাশ পড়বে বলেও হুমকি দিচ্ছে। রাস্তার আশেপাশে কাউকে দেখলে তাঁর বডি খুঁজে পাওয়া যাবে না বলেও হুমকি দিচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রধান রাস্তার সম্মূখভাগের মাত্র ০.০২৫ শতাংশ জায়গা মাত্র ৩/৪ মাস আগে কৌশলে কিনে নেয়। পূর্ববর্তী মালিক ছোট্ট জায়গায় কিছু করতে না পেরে ফেলে রাখছিল। কিন্তু সাম্প্রদায়িক সহিংসতা তৈরির লক্ষ্যে ও সরকারকে বিভ্রান্ত করার জন্য পরিত্যাক্ত একটুকরো জায়গা বিশাল অংকের দাম বসিয়ে বেশি টাকা আদায় করার নিমিত্তে গোপনে কিনে নেয়। এবং খতিয়ান করার আগে রাস্তা আছে কি নাই তা সার্ভে না করেই অর্থের বিনিময়ে রাতারাতি খতিয়ান করে রাস্তা বন্ধ করে দেয়।

এই নিয়ে কোন প্রকার শালিস কিংবা অভিযোগ না করেই গায়ের জোরে সাম্প্রদায়িক ইস্যু তৈরির লক্ষ্যে বিদ্যমান রাস্তা বন্ধ করে প্রতিদিন ২০০/২৫০ সশস্ত্রবাহিনী দিয়ে মহড়া দিচ্ছে। এতে ভীত সন্ত্রস্ত সংখ্যালঘু বড়ুয়ারা তাদের ২শ বছরের পথ ফিরে পাওয়াতো দূরে থাক এক অসহায় বড়ুয়া পরিবারের পৈত্রিক সম্পত্তিটুকুও ফিরে পাচ্ছেনা। তাই রাস্তা ফিরে পেতে ও অসহায় পরিবারের দখলকৃত জায়গা ফিরে পেতে প্রধানমন্রী্রর দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী বড়ূয়ারা।

উল্লেখ্য, ভারতের বাবরি মসজিদ ভাঙ্গার সময় উক্ত গ্রামের একমাত্র বৌদ্ধ বিহারটিসহ আশেপাশের বড়ুয়াদের বাড়ীঘর দূর্বৃত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এখনও তারা বড়ুয়াদেরকে ভারতে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। নইলে রামুর ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions