ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছিলেন মা। বখাটেদের অভিভাবকের কাছে নালিশও করেছিলেন তিনি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বখাটেরা ওই নারীকে মারধর ও শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মাঘডাল নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এর তিন দিন পর আজ সোমবার ভুক্তভোগী বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত বখাটেরা হলো- নিহাদ হোসেন ও সাব্বির সরদার।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন রাস্তার মোড়ে সাঙ্গোপাঙ্গ নিয়ে দাঁড়িয়ে থাকে নিহাদ ও সাব্বির। দীর্ঘদিন ধরে স্কুল ও কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করে আসছে তারা। এলাকার বখাটে কিশোরদের নেতা হিসেবে পরিচিতি থাকায় নিহাদ ও সাব্বিরের বিরুদ্ধে কেউ প্রতিবাদের সাহস পান না।
শুক্রবার মাঘডাল নয়াবাড়ি এলাকার ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে নিহাদ ও সাব্বির। বিষয়টি জানতে পেরে তাদের অভিভাবকের কাছে বিচার দাবি করেন মেয়েটির মা।
এতে ক্ষিপ্ত হয়ে ওই দিনই বখাটেরা ওই নারীকে মারধর ও শ্লীলতাহানি করে। পরে শ্রীনগর উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর আজ সোমবার বিকেলে ওই দু’জনের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply