মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
লালপুরে বিএসএড কলেজের উদ্বোধন লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলতে বিশেষ শিক্ষকদের জন্য ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কলেজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোহরকয়ায় কলেজের আনুষ্ঠানিক কার্যক্রমের নাম ফলক ও উদ্বোধনী ফলক উন্মোচন করেন বাংলাদেশ নৌবাহিনী সাবেক প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা। এতে কলেজের সভাপতি ড. ইফতেখার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট-এর ট্রাস্টি সেলিনা মুস্তফা, পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ট্রাস্ট-এর ডিরেক্টর সোনিয়া হাসান, কলেজের অধ্যক্ষ সিমানুর রহমান প্রমূখ। এসময় বক্তব্য জানান, নৈতিক ও আধুনিকতার সমন্বয়ে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ গত ২০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। রাজশাহী ও খুলনা বিভাগের একমাত্র বিএসএড কলেজটি প্রতিষ্ঠার ফলে উত্তর ও দক্ষিনঞ্চলের বিশেষ শিক্ষকদের উপকার হবে বলে প্রত্যাশা করেন তারা। ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য ইটালির তরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিতঃ শেখ হাসিনার সাথে কথোপকথন, যুবলীগ নেতা গ্রেফতার মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ মিছিলে ছাত্রদল কর্মী মতবিনিময়ে সাধারণ শিক্ষার্থী
শেখ হাসিনার নেতৃত্বে যুবরাই গড়বে স্মার্ট বাংলাদেশ: পলক

শেখ হাসিনার নেতৃত্বে যুবরাই গড়বে স্মার্ট বাংলাদেশ: পলক

মনজুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে যুবরাই গড়বে সমৃদ্ধ ও মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ। উদ্যমী যুবলীগের ঐক্যবদ্ধ নেতা-কর্মী এই গন্তব্যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী পলক আজ শনিবার সিংড়া কোর্টমাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

সম্মেলনের উদ্বোধন করেন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া এবং অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওহিদুর রহমান , সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগের নেতা কর্মী।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে ‘সোনার বাংলা’ গড়ার দায়িত্ব সম্ভাবনাময় যুব শক্তির উপর অর্পণ করেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে সোনার বাংলার আধুনিক রুপ ডিজিটাল বাংলাদেশের সফল পথ পরিক্রমায় ‘স্মার্ট বাংলাদেশ’ এর পথে এগিয়ে যাবে দেশ। এই চলার পথে প্রধান শক্তি যুবরাই। শুধু দেশের উন্নয়নেই নয়, রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চলার পথকে মসৃন করে যাচ্ছে যুবলীগ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

লালপুরে বিএসএড কলেজের উদ্বোধন লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলতে বিশেষ শিক্ষকদের জন্য ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কলেজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোহরকয়ায় কলেজের আনুষ্ঠানিক কার্যক্রমের নাম ফলক ও উদ্বোধনী ফলক উন্মোচন করেন বাংলাদেশ নৌবাহিনী সাবেক প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা। এতে কলেজের সভাপতি ড. ইফতেখার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট-এর ট্রাস্টি সেলিনা মুস্তফা, পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ট্রাস্ট-এর ডিরেক্টর সোনিয়া হাসান, কলেজের অধ্যক্ষ সিমানুর রহমান প্রমূখ। এসময় বক্তব্য জানান, নৈতিক ও আধুনিকতার সমন্বয়ে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ গত ২০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। রাজশাহী ও খুলনা বিভাগের একমাত্র বিএসএড কলেজটি প্রতিষ্ঠার ফলে উত্তর ও দক্ষিনঞ্চলের বিশেষ শিক্ষকদের উপকার হবে বলে প্রত্যাশা করেন তারা।

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions