ফাইল ছবি
মাহবুবুর রহমান জিসান, লক্ষ্মীপুর প্রতিনিধি: মঙ্গলবার মেঘনা বাজার হাজী আব্দুল আউয়াল দারুল উলুম মাদ্রাসা’র শিক্ষা সফর ও নৌভ্রমণ থেকে নিখোঁজ হওয়া হেফজ বিভাগের ছাত্র মো. তামিম হোসেন (৮) এর ভাসমান মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করেছেন কোস্ট গার্ড।
গত মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুরের জেলার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা বাজার হাজী আব্দুল আউয়াল দারুল উলুম মাদ্রাসার ৬০ জন ছাত্রছাত্রী নিয়ে শিক্ষা সফর ও নৌভ্রমণের আয়োজন করেন। সফরে উপস্থিত ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে মো. তামিম হোসেন নামে এক ছাত্র নিখোঁজ হয়। পরবর্তীতে প্রায় ২৪ ঘন্টা পর আজ বুধবার ২২শে ফেব্রুয়ারী দুপুর ২টার সময় মেঘনা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেন কোস্ট গার্ড।
নিহত মো. তামিম হোসেন চরবংশী মেঘনা বাজার হাজী আব্দুল আউয়াল দারুল উলুম মাদ্রাসায়র হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল। সে ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ রতন সর্দারের একমাত্র ছেলে।
তামিমের পরিবারের পক্ষ থেকে তার চাচা মো. রাসেল সর্দার বলেন, গত মঙ্গলবার তামিম তার মাদ্রাসার শিক্ষকদের সাথে মেঘনা নদীতে নৌভ্রমণ ও শিক্ষা সফরে যায়। সফরের ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে শুধু তামিমই নিখোঁজ হয়। পরবর্তীতে মাদ্রাসার শিক্ষক সহ পরিবারের সদস্যরা সারারাত তাকে খোঁজাখোজি করেলেও কোথাও পাওযা যায় নি।আজকে দুপুর আনুমানিক ২টার সময় মেঘনা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
মেঘনা বাজার হাজী আব্দুল আউয়াল দারুল উলুম মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা কাওসার মাহমুদ সাংবাদিকদের জানান, প্রতিবছরের ন্যয় এবারও মাদ্রাসার পক্ষ থেকে আমরা শিক্ষা সফরের আয়োজন করেছি। এতে মাদ্রাসার মোট ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। মঙ্গলবার সকালে আমরা ট্রলারে করে আলতাফ মাষ্টারের ঘাট বরাবর মেঘনা নদীর মাঝে বরিশালের অংশবিশেষ আজগর সর্দারের চরে এক শিক্ষার্থীদের নিয়ে অবস্থান করি। এসময় খেলাধুলায় মাতোয়ারা থাকেন শিক্ষার্থীরা পরে দুপুরে সকলের জন্য খাবারের আয়োজন করা হয়। খাবার শেষে বারির উদ্দেশ্য রওনা দিলে ট্রলার চলন্ত অবস্থায় তামিমকে খুঁজে পাওযা যায়নি পরে মাদ্রাসার শিক্ষকরা বিকেল থেকে সারারাত তাকে খুঁজাখুজি করেন। কিন্তু কোথায় পাওয়া যায়নি।
তামিম ছারা মাদ্রাসার বাকি শিক্ষার্থীরা সুস্থভাবে বাড়ি ফিরেছে। নিজের মাদ্রাসার প্রিয় ছাত্রের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন মাদ্রাসা সুপার।
এ বিষয়ে রায়পুরের হাজীমাড়া পুলিশ ফাড়ির অফিসার ইনর্চাস জনাব মোহাম্মদ মফিজ উদ্দিন জানান, তামিমের মরদেহ উদ্ধার করেন কোস্ট গার্ড। তাদের পরিবার থেকে আমাদের কাছে কোন মামলা কিংবা অভিযোগ দাখিল করা হয়নি। তাই পরিবারের অনুরোধে আমরা লাশ দাফনের অনুমতি দিয়েছি।
Leave a Reply