সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য ইটালির তরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিতঃ শেখ হাসিনার সাথে কথোপকথন, যুবলীগ নেতা গ্রেফতার মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ মিছিলে ছাত্রদল কর্মী মতবিনিময়ে সাধারণ শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান
শিক্ষক নিয়োগ নিয়ে ইবি উপাচার্যের ফোনালাপের একাধিক অডিও ফাঁস

শিক্ষক নিয়োগ নিয়ে ইবি উপাচার্যের ফোনালাপের একাধিক অডিও ফাঁস

নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ফোনালাপের পাঁচটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে উপাচার্যের নির্দেশে ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রেজিস্ট্রার। এ ছাড়া উপাচার্যের অবস্থান জানতে চেয়ে বিবৃতি দিয়েছে শিক্ষকদের সংগঠন শিক্ষক সমিতি ও শাপলা ফোরাম।

গত শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারি) দিনের বিভিন্ন সময় ‘ফারাহ জেবিন’ নামে একটি ফেসবুক আইডি থেকে তিনটি অডিও পোস্ট করা হয়। যার প্রথমটি ৬ মিনিট ১২ সেকেন্ডের, দ্বিতীয় ১ মিনিট ৪৯ সেকেন্ড ও তৃতীয়টি ২ মিনিট ১৯ সেকেন্ডের। পরের দিন ‘মিসেস’ নামে আইডি থেকে ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি এবং ২ মিনিট ৪৯ সেকেন্ডের আরেকটি অডিও ক্লিপ ফাঁস হয়।

প্রথম অডিওতে শোনা যায়, ‘অন্তত তিনজন যদিও থাকতো। তিনজন দিয়ে তো প্রথমে বোর্ড বসাইছিলাম। কিন্তু এতে যে দুইজন এটা তো ধারণায় ছিল না। দুইজন জানলে পরীক্ষাটা নিতাম না। আপনি এরপরে খালি তিনজন ক্যান্ডিডেট গোছান।’

দ্বিতীয় অডিওতে প্রার্থীকে কয়েকটি প্রশ্ন বলে দিতে শোনা যায়। এছাড়া তৃতীয় অডিওতে পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত আলোচনায় শোনা যায়, ‘আমি তো আপনাকে সোর্সটাসহ দিয়েছি। দেখেন ওখানে। খুব চমৎকার করে একবারে চুম্বক লেখা আছে দশটা আইটেম।’

চতুর্থ অডিওতে বলতে শোনা যায়, ‘টাকা ছাড়া শুধু মেধায় চাকরি হয় না। একেকজনের কাছ থেকে ১৬-১৮ লাখ টাকা করে নেয় । শিক্ষক, কর্মকর্তা, ছাত্র ও কন্ট্রাক্টররা নেয়। আমি প্রায় ২০ জনকে টাকা ছাড়াই নিয়োগ দিয়েছি। এতে আমার চেয়ার যাওয়ার মতো অবস্থা করে ছেড়েছে।’

অডিও ক্লিপ পর্যালোচনা করে দেখা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নিয়োগ বোর্ড স্থগিতের বিষয় নিয়ে ও পরবর্তী বোর্ড নিয়ে নিয়োগপ্রার্থী ও বর্তমানে ওই বিভাগের খণ্ডকালীন শিক্ষক অলিউর রহমান অলির সঙ্গে আলাপ হয়। তবে অডিওতে অন্য প্রান্তে থাকা ব্যক্তির কথা শোনা যায়নি।

জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। এতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনকারীরা হলেন ড. মো অলিউর রহমান, মোশারফ হোসেন ও বিউটি মন্ডল। এ সময় বোর্ডে তিনজন প্রার্থী উপস্থিত না হওয়ায় বোর্ড স্থগিত হয়। পরে গত ২ নভেম্বর আবারো পুনরায় বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। আগামী ২২ ফেব্রুয়ারি বোর্ডটি অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়ে পূর্বেই জানানো হয়েছে।

প্রথম অডিও ফাঁস হওয়ার পর গত শুক্রবার রাতে ইবি থানায় উপাচার্যের নির্দেশে জিডি করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আলী হাসান। জিডিতে বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ফেক আইডি ‘ফারাহ জেবিন’ থেকে একটি অডিও ভাইরাল করা হয়েছে। ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন।

এদিকে এ ঘটনায় উপাচার্যের অবস্থান জানতে চেয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। শিক্ষক সিমিতিরি বিবৃতিতে বলা হয়, উপচার্যের কথোপকোথন শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে। এতে শিক্ষক সমিতি হতবাক এবং বিস্মিত।

জিডির বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, ‘ভিসি স্যার আমাকে জিডি করতে বলেছেন, তাই ইবি থানায় জিডি করেছি। অডিও পোস্টদাতার অ্যাকাউন্টটি আইডেন্টিফাই করতে জিডি করা হয়েছে। অডিও কার এটা তো আমি জানি না, এটা পুলিশ প্রশাসন বের করবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত নিয়ে ব্যস্ত আছি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘অডিওর শব্দগুলো আমার, তবে কনটেক্সটগুলো আমার না। আমি অন্যায় করলে সরকার ব্যবস্থা নেবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions