ফেবিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মাইদুল ইসলাম বলেছেন, ‘শিক্ষকদের বলা হয় আদর্শ মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষক তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে সমাজ আলোকিত হয়। শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা অর্জন করতে পারে। এ ছাড়া তরুণ প্রজন্মের জন্য শিক্ষকরা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারেন। শিক্ষার্থীদের মধ্যে তারা জ্ঞান বিতরণ করেন, তারা স্বপ্ন দেখাতে পারেন। পাঠ্যক্রমের বাইরেও সত্য, ন্যায়-অন্যায় ও সুশাসনের বিষয়ে শিক্ষার জন্য শিক্ষকদের দায়িত্ব রয়েছে।’
বুধবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শাহ শরীফ ডিগ্রি কলেজ ও নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাইদুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ গড়ার। বাঙালি জাতিকে সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করার জন্য, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সারাজীবন নির্যাতন ভোগ করেছেন। দেশের ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়ন হচ্ছে। মেধাবী হয়ে কেউ জন্মায় না। জ্ঞানার্জনের মাধ্যমেই মেধাবী হয়ে উঠতে হয়। আর মেধার বিকাশ কর্মের মাধ্যমেই প্রকাশ করতে হয়। মানহীন ডিগ্রিধারী শিক্ষার্থীরা জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিবন্ধক। তাই আমাদের জাতির ভবিষ্যৎ বিনির্মাণে গুণগত ও মানসম্মত শিক্ষিত সমাজ গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘আমার বাবা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম তার নির্বাচনী আসন লাকসাম ও মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। বাকি অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলোও শিগগির বাস্তবায়ন করা হবে।’
শাহ শরীফ ডিগ্রি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইসহাক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব। কলেজের প্রভাষক আমির হোসেন মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন হেলাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরণ প্রমুখ।
এদিকে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তৈয়ব মোহাম্মদ ফখরুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, এলজিআরডিমন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিয়াজি, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।
একই দিন সকালে ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ করিম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রশিদ ভুঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিআরডিমন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী।
কলেজের যুক্তিবিদ্যা বিভাগের অধ্যাপক নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সুফিয়া আক্তার, গোলাম কিবরিয়া সুমন, নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, উত্তর হাওলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান শামীম, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শিব্বির আহমেদ, ছাত্রলীগ নেতা রাজু, মাসুদ প্রমুখ।
Leave a Reply