লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধববার (১লা মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার ইন্দারপাড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার চৌধুরীহাট জমিদার বাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নবিউল ইসলাম (৩৫) ও অটোচালক রেজাউল ইসলাম ( ২৯)। আহতরা হলেন, সদর উপজেলার নূর ইসলামের ছেলে বাদশা মিয়া (২৭), হাতীবান্ধা উপজেলার নূর ইসলামের ছেলে ওলিয়ার রহমান ও তার দুই মাসের শিশু সন্তানসহ ৪ জন। আহতরা লালমনিরহাট হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,অটোরিকশাটি মহেন্দ্রনগর থেকে বড়বাড়ি হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। যানটি মহাসড়কের ইন্দারপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে আনা হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।
লালমনিরহাট থানার ওসি এরশাদুল আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply