মো. মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি: অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে নাটোরের লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা, ১ মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন এবং শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) দুপুরে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে এক আলোচনা সভা অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষ তপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাঘা।
এ সময় শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল অ্যান্ড কলেজে এসে মিলিত হয়। এদিকে লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পক্ষে শহিদ স্মৃতিস্তম্বে পুষ্পমাল্য অর্পণ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply