লালপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমো হ্যাকার ও ব্যাংক প্রতারক চক্রের তিন সদস্য আটক
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া এলাকায় সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে সংঘবদ্ধ হ্যাকার চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (২৪ মে ২০২৫) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন মমিনপুরের ফিরোজ আলীর ছেলে, মুশফিকুর রহিম প্রান্ত,
ওয়াহিদুজ্জামান ছেলে, শাহরিয়ার পারভেজ, জিয়ার ছেলে,
জাহিদ হাসান জীবন। সেনাবাহিনীর অভিযানে তাদের কাছ থেকে বহু সিমকার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে ইমো ও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যাক করে এবং ব্যাংকের রিসিট জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল।
পরবর্তীতে আটককৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এলাকাবাসী সেনাবাহিনীর এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান প্রতিনিয়ত হলে সমাজ থেকে প্রতারণার মতো অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
Leave a Reply