লালপুরে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ডাবলু আটক
লালপুর (নাটোর), ২২ মে বৃহস্পতিবার।।
গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের লালপুর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপাড়া গ্রামে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি ইমাম হাসান ডাবলু (ডাবলু) কে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে চালানো এ অভিযানে সেনাবাহিনীর সদস্যরা ডাবলুকে তাঁর নিজ বাসা থেকে আটক করেন। ডাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযান শেষে ডাবলুকে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন ডাবলু। তাঁর গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে অনেকেই মনে করছেন।
Leave a Reply