মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য ইটালির তরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিতঃ শেখ হাসিনার সাথে কথোপকথন, যুবলীগ নেতা গ্রেফতার মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ মিছিলে ছাত্রদল কর্মী মতবিনিময়ে সাধারণ শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান
লালপুরে চেয়ারম্যান হলেন শামীম আহমেদ সাগর

লালপুরে চেয়ারম্যান হলেন শামীম আহমেদ সাগর

লালপুরে চেয়ারম্যান হলেন শামীম আহমেদ সাগর

লালপুর উপজেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে মো. শামীম আহম্মেদ সাগর।
মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
শামীম আহম্মেদ সাগর কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩০ হাজার ৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফতাব হোসেন ঝুলফু দোয়াত কলম প্রতীক নিয়ে ২৬ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।
এর আগে, ৮৪টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গননা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
লালপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৫০ হাজার ৬১৫ ভোট পেয়ে তৌহিদুল ইসলাম বাঘা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফ্যান প্রতীক নিয়ে ৪০ হাজার ৮০৯ ভোট পেয়ে মাহফুজা খাতুন শাপলা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

লালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্রে রয়েছে। মোট ভোটার দুই লাখ ৩৮ হাজার ৮৪৪ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার এক লাখ ২০ হাজার ৩৮৬ জন এবং নারী এক লাখ ১৮ হাজার ৪৫৬ জন। দুইজন হিজড়া ভোটার রয়েছেন। এ উপজেলায় তিন পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions