মাহবুবুর রহমান জিসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: শনিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার হাজিরহাট বাজার এলাকার নুরিয়া হাফিজিয়া মাদরাসার সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে দুর্ঘটনা ঘটে। আহত জাহানারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মান্নান ও তার স্ত্রী জাহানারা উপজেলার চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা একই উপজেলার চরমার্টিন ইউনিয়নের নাছিরগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে হাজিরহাট যাচ্ছিলেন শিক্ষক মান্নান ও জাহানারা। ঘটনাস্থল পৌঁছালে দ্রুতগামী বাসটি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুইজনেই গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল নেওয়ার আগেই মান্নানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহত জাহানারাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বাসটি আমাদের হেফাজতে রয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় মাথা ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে মান্নান মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply