মাহবুবুর রহমান জিসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: রোববার (১২ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।
অনুষ্ঠানে এমপি নয়ন বলেন, আজকের ছাত্রলীগের নেতাকর্মীরা স্মার্ট হলে নিঃসন্দেহে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব ও যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস প্রমুখ।
Leave a Reply