মাহবুবুর রহমান জিসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে নিজের এক বছরের সন্তানকে মাথার উপর থেকে ফেলে হত্যা করেন বাবা। বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বাবা রহিম মিঝি চর কালকিনি ইউনিয়নের শাহাব উদ্দিন মিঝির ছেলে। ঘটনার পর স্থানীয় লোকজন পাষণ্ড বাবা রহিম মিঝিকে আটক করে পুলিশে খবর দেয়।
অন্যদিকে নির্মমতার শিকার শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে ওই বাবা তার এক বছর বয়সী শিশুটি রাস্তায় এনে মাথায় তুলে দুটি আছাড় দেয়। এতে শিশুর চিৎকার স্থানীয়দের কানে গেলে অনেকে আশপাশ থেকে ছুটে আসলে পাষণ্ড বাবা দৌঁড়ে পালাতে গিয়ে রাস্তার পাশের একটি গাছে ওঠে যায়। পরে লোকজন পুলিশে খবর দেয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়ে পাষণ্ড বাবাকে আটক করে নিয়ে আসে। স্থানীয়রা ওই বাবাকে অপ্রকৃতস্থ বলে জানিয়েছে। তবে চিকিৎসকদের প্রতিবেদন অনুসারে তা নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে সন্তান হত্যার দায়ে বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘটনস্থল ও হাসপাতালে নিহত শিশুকে দেখতে যেয়ে জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বাকরুদ্ধ হয়ে পড়েন। এই সময়ে পরিবারের প্রতি সমবেদনা জানান
Leave a Reply