মাহবুবুর রহমান জিসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: শনিবার (১৮ মার্চ) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের দুই বারের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার তিন বারের মেয়র, আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধুর আদর্শের নেতা আলহাজ্ব এম এ তাহের সাহেব ইন্তেকাল করেন।
আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব গোলাম পারুক পিংকু, লক্ষ্মীপুর – ২ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। এর সাথে আগামী তিন দিন লক্ষ্মীপুরে দলীয় শোক জানানো হয়। পাশাপাশি জেলায় আওয়ামী লীগের সকল পোগ্রাম স্থগিত করা হয়।
জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার সাথে শয্যাশায়ী থাকার পর আজ দুপুর ১.৪০ মিনিটে লক্ষ্মীপুরে নিজ বাড়িতে শিষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। স্ত্রী ৩ ছেলে ও ২ মেয়ে রেখে তিনি মৃত্যুবরন করেন।
আগামীকাল রবিবার লক্ষ্মীপুর আদর্শ সামাত সরকারি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply