স্টাফ রিপোর্টার:
পাবনা র্যাব কর্তৃক এক লক্ষ পঞ্চাশ হাজার শলকা নকল ব্যন্ডরোল ০২ জন গ্রেফতার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতাই গত (০৬ মার্চ) সোমবার মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার সাঁথিয়া থানাধীন ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে অভিযান পরিচালনা করে সাঁথিয়া থানাধীন আলোক দিয়ার গ্রামের মৃত আলীম উদ্দিন খাঁ’র ছেলে মোঃ আকরাম হোসেন (৫০) ও আতাইকুলা থানার তৈলকুপী গ্রামের মোহাম্মদ প্রামাণিকের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৮) কে এক লক্ষ পঞ্চাশ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, মোটর সাইকেল-০৩টি, চাবি-০২ টি, ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ-১,৩১৯/-টাকাসহ বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করে সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাকি দিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply