শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক নড়াইলের নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর
র‌্যাগিং নিষিদ্ধসহ ৩৩ দফা দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রলীগের স্মারকলিপি

র‌্যাগিং নিষিদ্ধসহ ৩৩ দফা দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রলীগের স্মারকলিপি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদক নির্মূল, র‍্যাগিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ করাসহ ক্যাম্পাসের নানা সমস্যা দূরীকরণে ৩৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৯ মে) সকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করে তারা। এসময় উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, আবাসিক হলের লাইব্রেরিতে মানসম্মত পরিবেশ তৈরি, হলের খাবারের মান বৃদ্ধি, আবাসিক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বিশ্ববিদ্যালয়ে দ্রুতগতির ওয়াইফাই ব্যবস্থা নিশ্চিত, মেগা প্রজেক্ট দ্রুত বাস্তবায়ন, শ্রেণিকক্ষ- শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারী সংকট নিরসন, শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর সংস্কার, টিএসসিসিতে নিয়মিত সভা-সেমিনার করা, পরিবহন ভোগান্তি নিরসন, চিকিৎসা কেন্দ্রে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ভোগান্তি নিরসন। ব্যাংকে ই-ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত, সার্টিফিকেট উত্তোলনের ভোগান্তি নিরসনের লক্ষ্যে সব কাজ ডিজিটালাইজেশনের আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা নিশ্চিত করা, মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আবাসিক হলসমূহে মানসম্মত ওয়াশরুমের ব্যবস্থা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ছাত্রকল্যাণ তহবিল থেকে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা করা। বিশ্ববিদ্যালয়কে সবুজ ক্যাম্পাসে রূপান্তরিত করার লক্ষ্যে অধিক সংখ্যক ফলজ, বনজ, ঔষধি গাছ লাগানো, জাতীয় স্থাপনাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য টিএসসিসি সার্বক্ষণিক উন্মুক্ত রাখা, কেন্দ্রীয় লাইব্রেরি সব শিক্ষার্থীর জন্য সার্বক্ষণিক খোলা রাখা, সব শিক্ষার্থীর জন্য আধুনিক স্মার্ট কার্ড নিশ্চিত করতে করা, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা, শিক্ষক থেকে কর্মচারী পর্যন্ত সবার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জার্নাল ওয়েবসাইটে প্রকাশ করা, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে নিরাপদ পানি নিশ্চিত করা, ক্যাম্পাস থেকে মাদক নির্মুল, র‍্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা। এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা সকল দাবির সঙ্গে একমত, আমরা এসব কাজের বাস্তবায়ন করতে পারলে আমাদেরও সেটিসফেকশন আসবে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব। তবে সকলের সহযোগিতা একান্ত কাম্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions