সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
মেহেরপুরে মাসব্যাপি বুনিয়াতি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন ইবির সেন্ট্রাল ল্যাবের নতুন পরিচালক অধ্যাপক জাহিদুল ইসলাম জামায়াত কর্মী কে কুপিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার গাইবান্ধা জেলা জামায়াতের নব নির্বাচিত আমীরের শপথ গ্রহণ – আগামী ২০২৫-২৬ দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে গাংনী উপজেলা প্রেসক্লাবের মিটিং অনুষ্ঠিত বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন মহাসড়কের ব্লকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হাকিমপুর (হিলি) ছাত্র সংসদের নেতৃত্বে আব্দুল্লাহ-অনিক অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসর পাবনা শাখার সুবর্ণজয়ন্তী উৎসব ঈশ্বরদীতে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
রেলপথ উন্নয়নে মহাপরিকল্পনা, ঢেলে সাজানোর চেষ্টায়- নব নিযুক্ত রেলপথ সচিব

রেলপথ উন্নয়নে মহাপরিকল্পনা, ঢেলে সাজানোর চেষ্টায়- নব নিযুক্ত রেলপথ সচিব

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ রেলওয়েতে সর্বশেষ অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী ৪৭ হাজার ৫০০ লোক থাকার কথা। কিন্তু আছে জনবল আছে ২২ হাজারের মত। অন্তরবর্তীকালীন সরকার গঠনের পর অর্ধেকের কম জনবল নিয়ে সেবা দিয়ে যাচ্ছি। জনবল বৃদ্ধির ব্যাপার সহ রেলকে আধুনিকায়ন করতে হলে আমাদের দক্ষ জনবল ও উন্নত লোকোমেটিভ তৈরী করতে হবে। এ ব্যাপারে আমরা বিভিন্ন বৈদেশিক সহায়তাকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। এ নিয়ে আমরা কাজ করছি এবং রেলকে ঢেলে সাজানোর চেষ্টা করছি।রেলে যাত্রীসেবার মান বাড়াতে অবকাঠামো ও উন্নয়নে রেলওয়ের প্রাচীন শহর আধুনিকায়ন ঈশ্বরদী গড়তে বাংলাদেশ রেলওয়ের একটি মহাপরিকল্পনা রয়েছে।

গতকাল ১২ অক্টোবর (শনিবার) পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রেলপথ সচিব ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুরে লোকোমোটিভ রানিং সেড পরিদর্শনের সময় রেলওয়ের ট্রেড ইউনিয়ন সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী ঈশ্বরদী জংসন স্টেশনে আন্তঃ নগর চিত্রা এক্সপ্রেস ট্রেন প্রত্যাহার না করার বিশেষ অনুরোধ জানান। এ ছাড়াও ঈশ্বরদী জংশন স্টেশন আধুনিকায়ন, রোগী ও বয়স্ক যাত্রীদের ফুটওভার ব্রিজে ওঠানামার জন্য চলন্ত সিঁড়ি স্থাপনসহ বিভিন্ন দাবি জানান।

জবাবে তিনি বলেন, চিত্রা এক্সপ্রেস ট্রেনের জন্য ঢাকায় ফিরে খোঁজখবর নেওয়া হবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাভজনক করার জন্য ঈশ্বরদী থেকে অপারেট করা গেলে সেক্ষত্রে লাভের একটা সম্ভাবনা থাকতে পারে। আমরা এটি বিবেচনায় নেব।

এর আগে শুক্রবার রাতে পাকশী বিভাগীয় সদর দপ্তরে আসেন রেল সচিব। রাত্রি যাপনের পর শনিবার তিনি লোকোমোটিভ রানিং সেড, রেলওয়ে ক্যারেজ, ঈশ্বরদী জংসন স্টেশন, পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ট্রেনিং সেন্টারসহ রেলওয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন এবং পাকশীতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) মো. মামুনুল ইসলাম, চীফ অপারেটিং সুপারিনটেডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, প্রধান প্রকৌশলী আসাদুল হক, রেলওয়ে পাকশী বিভাগীয় ম্যানেজরা (ডিআরএম) শাহ সূফি নুর মোহাম্মদ, ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম, বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, ঈশ্বরদী জংসন স্টেশন সুপারিনটেডেন্ট মহিউল ইসলাম, ক্যারেজ ইনচার্জ সাদ্দাম হোসেনসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় নব নিযুক্ত রেলপথ সচিবকে লোকোমোটিভ, ক্যারেজ ডিপার্টমেন্ট, স্টেশনের কর্মকর্তারা সহ তাকে ফুলেল শুভেচ্ছা শিক্ত করেন।

রেলপথ মন্ত্রণায়ের যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা কমিশনে সদস্য (সচিব) হিসাবে কর্মরত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions