মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

রায়পুরে আগুনে পুরে ছাই ১০টি ঘর, ঘটনাস্থল পরিদর্শনে এসপি

রায়পুরে আগুনে পুরে ছাই ১০টি ঘর, ঘটনাস্থল পরিদর্শনে এসপি

  • রায়পুরে আগুনে পুরে ছাই ১০টি
    ঘর, ঘটনাস্থল পরিদর্শনে এসপি

মাহবুবুর রহমান জিসান জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এসময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও সরঞ্জামাদি পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকান্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিন কেরোয়া গ্রামের মানতি বাড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।
স্থানীয়রা বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করেছে।

রায়পুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর ওহাব বলেন, দুপুর ১২টার দিকে অগ্নিকা-ের খবর পায়। খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছান। রায়পুর ও রামগঞ্জের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস টিম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions