শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে কারামুক্ত বিএনপির ৩০ নেতাকর্মীকে গণ সংবর্ধনা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বৈঠক মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ার সবুজ গুমের ঘটনায় ৯ বছর পর মামলা। ডোমারে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান আলী আহসান জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ রাজশাহী রেঞ্জ নতুন ডিআইজি যোগদান শেখ হাসিনার ট্রেনে গুলি: কারামুক্ত হলেন ঈশ্বরদী বিএনপি’র নেতা-কর্মী বদলগাছীতে আউশ ধান কাটা শুরু- বাম্পার ফলনের সম্ভাবনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কমিটি গঠন
রাজশাহী মহানগর যুবলীগের সা. সম্পাদক পদে সিভি জমা দিলেন নাহিদ আক্তার নাহান

রাজশাহী মহানগর যুবলীগের সা. সম্পাদক পদে সিভি জমা দিলেন নাহিদ আক্তার নাহান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবলীগের সাধারন সম্পাদক পদে সিভি জমা দিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান। শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সিভি জমা দেন। এসময় উপস্থিত ছিলেন নাহিদ আক্তার নাহানের সমর্থনে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে রাজশাহী জেলা,রাজশাহী মহানগর, নাটোর ও ফেনী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উল্লিখিত জেলাসমূহে শুধুমাত্র সভাপতি/সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। গতকাল বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরীত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়।
পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। আগামী সোমবার (১৮ই ফেব্রুয়ারী) থেকে বুধবার (২০ই ফেব্রুয়ারী) পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় যুবলীগের প্রধান কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা নেওয়া হবে।

যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিভি জমা দেওয়া উপলক্ষে নাহিদ আক্তার নাহানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, সুষ্ঠ ভাবে সিভি জমা দেওয়া হয়েছে রাজশাহী মহানগর যুবলীগের সাধারন সম্পাদক পদ প্রত্যাশি হিসেবে প্রথম সিভি আমিই জমা দিয়েছি। আমি আশাবাদী কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার বিগত সময়ের সাংগঠনিক কর্মকান্ড এবং পদে না থেকে এখনও দলীয় কর্মকান্ডের বিচার বিশ্লেষণ করে আমাকে আমার প্রত্যাশিত পদ দিবেন। তবে সংগঠনের সার্থে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিবেন সেটা আমি মেনে নিবো।

উল্লেখ যে, রাজশাহী মহানগর যুবলীগের বিশ্বস্ত এক নাম তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব মহানগর যুবলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ আক্তার নাহান। ছাত্রলীগ দিয়ে আওয়ামী রাজনীতি শুরু করে যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে জোট সরকার এর বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রামের অবদান স্বরুপ ১ নম্বর ওয়ার্ড সভাপতি ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য নির্বাচিত হোন। তিনি সব সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন।

পারিবারিক রাজনীতিক পরিবার গড়ে উঠা নাহিদ আক্তার নাহানের বড় ভাই রজব আলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও রাসিক প্যানেল মেয়র ২।

অত্যন্ত পরিশ্রমী ও কর্মীবান্ধব যুবনেতা। রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান রাজনীতির পাশাপাশি সমাজের অসহায় নিপিড়ীত মানুষের পাশে থেকে সর্বদা সামাজিক কর্মকান্ড করার সুনাম রয়েছে। তৃণমূলের কয়েকজন নেতাকর্মীরা আশা ব্যাক্ত করেন রাজশাহী আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে কর্মীবান্ধব যুবনেতা নাহিদ আক্তার নাহান কে মহানগর যুবলীগের নেতৃত্বে। তারা এ-ও ব্যাক্ত করেন নাহিদ আক্তার নাহান রাজশাহী মহানগর যুবলীগের সাধারন সম্পাদক হিসেবে নদ্বায়িত্ব পেলে যুবলীগ সাংগঠনিক ভাবে আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগের ভূমিকা থাকবে প্রশংসানীয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions