রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে মধ্যরাতে তিন ছাত্রকে শাসিয়ে তাঁদের হলের কক্ষ দখলের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে এ ঘটনা ঘটে। হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তিন ছাত্র।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই হলে গিয়ে ভুক্তভোগী তিন শিক্ষার্থীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তবে তাঁরা ভয়ে ও আতঙ্কে নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।
ভুক্তভোগী তিন শিক্ষার্থীসহ হলের অন্তত ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১২টার দিকে প্রথমে হলের ১৪৪ নম্বর কক্ষের এক শিক্ষার্থীকে ডেকে নেন ছাত্রলীগ নেতা শামিম হোসেন। হলের দুইতলায় ডেকে ওই ছাত্রকে শাসিয়ে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন শামিমের অনুসারীরা। এ সময় ওই ছাত্র তাঁর এলাকার ঘনিষ্ঠ এক বড় ভাইয়ের শরণাপন্ন হন। পরে ওই বড় ভাই এ ঘটনায় হস্তক্ষেপ করলে শামিমের অনুসারীরা ওই ছাত্রকে হল ছাড়া করতে ব্যর্থ হন।
সূত্র: প্রথম আলো
Leave a Reply