রবিবার (৫ মার্চ) দিবাগত রাতে নগরীর শাহমখদুম থানার বড়বড়িয়া মিয়াপাড়ার নিজ বাড়িতে কীটনাশক পান করেন তারা। আর, সোমবার (৬ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
রাজশাহীর শাহ মখদুম থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রোববার রাতে তারা এক সাথে বিষপান করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে রাতেই তাদের রামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে প্রথমে স্ত্রী ও তার কিছুক্ষণ পর স্বামীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, তাদের আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে পারিবারিক কোন্দলের কারণে এমনটা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply