রবিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অমিত হাসান ভোলার লালমোহন থানাধীন বদরপুর গ্রামের বজলুর ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, অমিতের সাথে সকালের নাস্তা খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় ইমনের। কথা কাটাকাটির একপর্যায়ে ইমন সিমেন্টের তৈরি পাইপ সংযুক্ত ডাম্পেল দিয়ে মাথায় দুটি আঘাত করে অমিতের মৃত্যু নিশ্চিত করে বাহির থেকে রুমে তালা বন্ধ করে পালিয়ে যায়।
জানা যায় হত্যা কাণ্ডের পরে ইমন মুন্সিহাটি মুদি দোকানের কর্মচারী জাকির চান মিয়াকে জানায় যে, আমি অমিতকে হত্যা করেছি। চান মিয়া অমিত হত্যাকাণ্ডের বিষয়টি ৯৯৯-এ ফোন করে জানায়। কামরাঙ্গীরচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে আটক করে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসান ও ইমন কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করত। কাজ করার সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ডাম্বেল দিয়ে হাসানের মাথায় আঘাত করে ইমন। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। এ ঘটনায় ইমনকে আমরা আটক করেছি।’
Leave a Reply