জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার সন্ধ্যায় নগরীর মৎস্য ভবন থেকে শুরু হয়ে মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপির আন্দোলনে সরকার দিশেহারা হয়ে পুরোনো কায়দায় গ্রেপ্তার-নির্যাতন শুরু করেছে। সারাদেশে নেতাকর্মীদের আটক অভিযান পরিচালনা করছে। কিন্তু এতে সরকারের শেষ রক্ষা হবে না। জনরোষ থেকে তারা বাঁচতে পারবে না।
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, হামলা, গ্রেপ্তার, গুম, খুন আর নির্যাতন করে জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করা যাবে না। চলমান গণতান্ত্রিক আন্দোলন চূড়ান্তরূপে সফল না হওয়া পর্যন্ত, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়বো না।
সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার আর জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে কাফনের কাপড় পড়ে আমরা রাজপথে নেমেছি। হয় মৃত্যু, নয় বিজয় নিয়ে ঘরে ফিরবো। বিএনপির নেতাকর্মীরা এসব গ্রেপ্তার, হামলা-মামলাকে আর ভয় পায় না।
এদিকে যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে শাহজাহানপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে দলীয় কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শাজাহানপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি। মোনায়েম মুন্নার বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান যুবদল সভাপতি।
Leave a Reply