সদ্য মুক্তি পাওয়া ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ছবিটি বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। রণবীর তাকে মুগ্ধ করে বলে জানিয়েছেন শ্রদ্ধা।
বলিউডের দাপুটে অভিনেতা শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা বলেন, রণবীরের সঙ্গে শুরু থেকেই কাজ করার লোভ ছিল। সব ছবিতেই সে আমাকে মুগ্ধ করে। কিন্তু এত দিনে এই প্রথম আমরা একসঙ্গে কাজ করার প্রস্তাব পেলাম।
রণবীর সেটে কিভাবে প্রস্তুতি নেয়, কাছ থেকে দেখার বহু দিনের ইচ্ছা ছিল তার। ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির সেটে সেই ইচ্ছা পূরণ হয় শ্রদ্ধার।
রণবীরকে অত্যন্ত সহজাত অভিনেতা মনে হয়েছে তার। এত বড় তারকা হওয়া সত্ত্বেও সেটে তার উপস্থিতি টের পাওয়া যেত না।
এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ছবির সেটে এক কোণে চুপচাপ বসে থাকত রণবীর। শুটিং শুরুর আগে রণবীর বলত যে তার কোনো সংলাপ মনে নেই। কিন্তু ক্যামেরা অন হতেই গড়গড়িয়ে সংলাপ বলত। আমাকে পুরো বোকা বানাত। আসলে রণবীর বাড়ি থেকেই প্রস্তুতি নিয়ে সেটে আসত। আর একটা বড় গুণ, সব সময় সময়মতো সেটে আসত রণবীর।
Leave a Reply