রংপুরে শ্বশুর বাড়িতে গিয়ে জামাইয়ের আত্মহত্যা
রংপুর প্রতিনিধি ।। রংপুরে বিপুল চন্দ্র মহন্ত (৩৫) নামে এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বিপুল চন্দ্র রংপুর সদর কোতোয়ালি থানার ভুরারঘাট এলাকার মুকুল চন্দ্র মহন্তের ছেলে। পারিবারিক কলহের জের ধরে বিপুল চন্দ্র রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউপির রতিরামপুর পশ্চিম পাড়ায় তার শশুর পুষ্প চন্দ্রের বড়িতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
রংপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার ও তদন্তকারী কর্মকর্তা মোঃ শাহিনুর আলম বিপুলের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Leave a Reply