ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে (এমএসইউ) বন্দুক হামলায় অন্তত ৩জন নিহত হয়েছেন। আহত অন্তত ৫জন ।
স্থানীয় সময় সোমবার প্রতিষ্ঠানটির বার্কি হলের কাছে এই হামলার ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে সিএনএন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে এখন পর্যন্ত হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। বন্দুকধারী ব্যক্তি এখনও ক্যাম্পাসের ভেতরে আছে বলেই জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এদিকে, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ আশ্রয় গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় পুলিশের ভারপ্রাপ্ত উপ-প্রধান ক্রিস রোজম্যান প্রাথমিক বিবৃতিতে জানান, বিশ্ববিদ্যালয়ের বার্কি হল নামের একটি প্রশাসনিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন ভবনে হামলা চালান অজ্ঞাত এক বন্দুকধারী।
তিনি আরও জানান, স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ পর হামলা শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে উভয় অবস্থানে গুলিবিদ্ধ মানুষ খুঁজে পায়।
একই সময়ে ক্যাম্পাসের আরেকটি অংশে অপর একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও হামলাকারীকে ধরতে ক্যাম্পাস এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
Leave a Reply