যুক্তরাষ্ট্রের তুলনায় মেক্সিকো নিরাপদ। মার্কিন রাজনীতিবিদদের সমালোচনার জবাবে এমন দাবি করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রেদর। খবর রয়টার্সের।
মেক্সিকোর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, সহিংসতার যে তথ্য মার্কিনিরা দিচ্ছে তা সঠিক নয়। খোদ যুক্তরাষ্ট্রেই এর চেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়। মেক্সিকোয় ভ্রমণ যথেষ্ট নিরাপদ বলেও জানান।
সম্প্রতি দেশটিতে চার মার্কিনি অপহরণের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। যৌথ অভিযানে অপহৃতদের দুই জন নিরাপদে উদ্ধার হলেও মৃত্যু হয় বাকি দু’জনের। এই ইস্যুতে দেশটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন রাজনীতিবিদদের অনেকেই, বিশেষ করে রিপাবলিকানরা।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মেক্সিকোয় প্রতি লাখে ২৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়। যা যুক্তরাষ্ট্রের তুলনায় চারগুণ বেশি।
Leave a Reply