তার নাম মো. জামাল প্রকাশ ক্যারাটি জামাল (৬০)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজীপাড়া এলাকার মৃত সৈয়দ করিমের ছেলে।
গত শনিবার দিবাগত রাতে উক্ত এলাকা থেকে র্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
র্যাব জানায়, জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৩ সালের ২৬ মে দুপুরের দিকে মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান কালামের নির্দেশে জামাল ও তার সহযোগীদের নিয়ে চারিয়া কাজীপাড়া এলাকার আপন তিন ভাই আবুল বশর, বাদশাহ ও কাশেমকে এলোপাতাড়ি গুলি করে। এছাড়াও ধারালো কিরিচ ও দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ঘটনাস্থলেই তাদের মৃত্যু নিশ্চিত করে। ঘটনার পর থেকে কালাম ও জামালসহ তার সহযোগীরা আত্মগোপনে চলে যান।
পরে নিহতদের ভাই কাজী মজ্জল মাস্টার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় জামালসহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আদালত সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচার প্রক্রিয়া কার্যক্রম শেষে আসামি জামালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে জামাল পলাতক ছিল বলে জানায় র্যাব।
নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বিশেষ অভিযান পরিচালনা করে আলোচিত ও চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামালকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং মূল পরিকল্পনাকারী ছিল বলে স্বীকার করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা জানিয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সবুজ বলেন, জামালকে আমাদের কাছে সোর্পদ করা হয়েছে। রোবাবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply