মেহেরপুরে মাসব্যাপি বুনিয়াতি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১১-ই নভেম্বর) সকাল ১১টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত ও গাংনী উপজেলা প্রশাসনের সার্বিক ত্বতাবোধয়নে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কোর্সের উদ্বোধন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রশিক্ষন কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার উপপরিচালক জনাব শামীম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) সাদ্দাম হোসেন, কৃষি অফিসার ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, মহিলা অধিদপ্তর কর্মকর্তা নাসিমা খাতুন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশের প্রশিক্ষণার্থী বৃন্দরা।
Leave a Reply